The Shortcut Method of Paragraph Writing-1 in Board Exams

Featured image for “The Shortcut Method of Paragraph Writing-1 in Board Exams”

For Paragraph writing in board exams such as J.S.C, S.S.C and H.S.C, you can apply this method of paragraph writing as a short-cut strategy. It is a model paragraph through which you will be able to compose any paragraph on negative or bad aspects in our practical life. This sample of paragraph is composed based on the standard format of paragraph suitable for academic exams.

Advertisements

জে.এস.সি, এস.এস.সি, এবং এইচ.এস.সি পরীক্ষায় সহজ উপায়ে Paragraph লেখার জন্য, তুমি এই নিয়মটি অনুসরন করতে পারো। এটা হচ্ছে একটি নমুনা Paragraph যা দিয়ে তুমি মন্দ বিষয়ের উপর যেকোনো Paragraph লিখতে পারবে। এই নমুনা Paragraph টি প্রাতিষ্ঠানিক বিভিন্ন পরীক্ষায় লেখার উপযুক্ত রূপের উপর বিশ্লেষণ করে লেখা হয়েছে।

writing header

If you are an examine of any upcoming board exams in Bangladesh such as J.S.C, S.S.C or H.S.C, you have basically prepared your lessons on several topics of both English 1st paper and English 2nd paper. Paragraph writing is one of those essential topics. Now, my concern is to assist you in preparing your Paragraph on any uncommon topic following a few strategies based on the structure of writing paragraphs.

যদি তুমি বাংলাদেশের জে.এস.সি, এস.এস.সি, এবং এইচ.এস.সি পরীক্ষার একজন পরীক্ষার্থী হও তবে অবশ্যয় তুমি ইংরেজি ১ম পত্র এবং ইংরেজি ২য় পত্রের উপর আগত Paragraph গুলোর উপরে প্রস্তুতি নিয়েছ। এখন আমার উদ্দেশ্য হল যদি তুমি তোমার নেওয়া প্রস্তুতির মধ্যে থেকে Paragraph কমন না পাও তবে সেক্ষেত্রে তুমি এই রূপটি অনুসরন করে খুব সহজে একটি নির্দিষ্ট বিষয়ের উপর Paragraph লিখে আসতে পারবে।

Yes, I am going to tell you about the short-cut technique of Paragraph writing-1 on bad or negative aspects through which you can easily answer your Paragraph writing on several suggested topics in your exams in case of not getting common.

Advertisements

আমি এখানে তোমাকে বলব যে কিভাবে যে কোন মন্দ বা নেতিবাচক বিষয়ের উপর Paragraph লিখতে হয় এই নমুনা Paragraph টি ব্যবহার করে। পাশাপাশি, যারা একটু দুর্বল ছাত্র তারা পরীক্ষার প্রস্তুতি স্বরূপ সকল Paragraph গুলো মুখুস্ত করতে পারেনা। তারাও এই Paragraph টি অনুসরন করে খুব সহজে যে কোন Paragraph লিখতে পারবে।

Well, you know, having common items in question paper is another one important topic. In this regard, if you do not get common item on Paragraph writing in your exam hall, you can apply this method to answer the question successfully. But remember, this sample can be written based on only bad or negative aspects such as Environment pollution, Drug addiction, traffic jam and so on.

So, let’s discuss on the method now…
তাহলে চল এখন এই পদ্ধতিটি নিয়ে আলোচনা শুরু করা যাক…

Question Model:

In your exams, you will be asked to write a Paragraph on a particular topic. There will be set some questions for you as the direction of writing. Now, notice the topics of paragraph where you can apply this method. Here are the topics:

তোমার পরীক্ষায়, তোমাকে একটি Paragraph লিখতে বলা হবে যেকোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর। সেখানে কিছু প্রশ্ন দেওয়া থাকবে নির্দেশনা হিসেবে। এখন লক্ষ্য করো কোন কোন বিষয়ের ক্ষেত্রে তুমি এই নমুনা Paragraph টি ব্যবহার করতে পারবে।

Write a paragraph on……
(Load shedding/Arsenic problem/ Traffic jam/Unfair means in exam hall/Dowry in Bangladesh/Environment pollution/Eve-teasing in Bangladesh/ Water pollution/Drug addiction/Deforestation/Gender discrimination/Dangers of smoking/Devastating cyclone/etc.)

Note: In some cases, there may be no title of paragraph mentioned in question paper. In that case, you have to write the name/title of paragraph based on the given short questions in this item.

কিছু ক্ষেত্রে দেখা যাই যে প্রশ্নপত্রে Paragraph এর কোন শিরোনাম দেওয়া থাকেনা। সেইখেত্রে, তোমাকে দেওয়া প্রশ্নগুলোর উপর নির্ভর করে Paragraph এর উপযোগী একটি নাম বা শিরোনাম নির্বাচন করতে হবে।

Format of Paragraph writing on Negative or Bad Aspects
মন্দ বা নেতিবাচক বিষয়ে Paragraph এর রূপ

(name of problem/title) – ( Paragraphএর নাম)

(name of problem- সমস্যার নাম) is now a burning question in Bangladesh.It has become a great problem in our country because of certain reasons and harmful effects which we are facing day by day. As a result, we are falling backward in both personal life and social life gradually.There are various causes of it. Firstly,most of the people of our country are uneducated and unconscious of (name of problem- সমস্যার নাম). We are not conscious of our acts.We cannot differentiate between right and wrong. As a result (name of problem- সমস্যার নাম) has become more dangerous for us. Secondly, our government is also responsible for this vital problem. There is no essential step to reduce (name of problem- সমস্যার নাম). It is our political unrest which always makes us busy in some vogues activities.Essential steps in this case are not also active from the government body.This is why, our problem of (name of problem- সমস্যার নাম) seems impossible to be solved.But,the problem of (name of problem- সমস্যার নাম) is not out of solution.It can be solved if we try our best.For this people all over the country should be conscious and active against this harmful and horrible problem.Government should be strict to control it and we all have to help to make this passage successful.In this way we can build up a Bangladesh without any (name of problem- সমস্যার নাম). In conclusion,we just can say that without personal motivation anything is impossible to gain in this world.we should not blame others but us.Anyway (name of problem- সমস্যার নাম) should be stopped as soon as possible in order to gift our next generation (name of problem- সমস্যার নাম) free country.

Instruction on Paragraph writing
Paragraph লেখার উপর কিছু নির্দেশনাঃ
  • Write the name of paragraph in the place of ”(name of problem)” in title and in whole paragraph.
    যেখানে “(name of problem- সমস্যার নাম)” কথাটি আছে সেখানে Paragraph এর নামটি বারেবার উল্লেখ করবে।
  • If you want to get full marks using this format of paragraph writing, you have to attach some topic related sentences in this. You can study these from your guide books on English 1st paper and English 2nd paper.
    যদি তুমি Paragraph এর নমুনাটি ব্যবহার করে পরিপূর্ণ নম্বর পেতে চাও তবে তোমাকে বিষয়বস্তুর উপর নির্ভর করে কিছু বাক্য লিখতে হবে যেগুলো তুমি তোমার ইংরেজি ১ম পত্র এবং ইংরেজি ২য় পত্র বই হতে সংগ্রহ করতে পারো এবং প্রস্তুতি নিতে পারো।
  • Remember that you have to keep a space at the beginning of your paragraph writing.
    মনে রেখ Paragraph লেখার শুরুতে তোমাকে একটু ফাঁকা স্থান অর্থাৎ স্পেস রেখে লেখা শুরু করতে হবে।
  • In a single paragraph, there will be a single para. Never create two or more para in a single paragraph.
    একটি Paragraph এর মধ্যে একটি প্যারা থাকবে। নতুন করে এক বা একাধিক প্যারা করা যাবেনা।

For an example:
উদাহরণ স্বরূপ দেখঃ
”Water Pollution”

Topic related sentences:
বিষয়বস্তু নির্ভর বাক্য সুমুহঃ

”Water is polluted in many ways such as throwing dumps and wastes into water, unsanitary latrine beside rivers and mixing the insecticides used in the agricultural lands.”

Hope this will help you a lot in your short-cut preparation process. This shortcut way of Paragraph writing-1 is only for the students of Bangladesh. If you want to write a standard Paragraph to achieve a standard mark, do not follow it. Really, it’s a method of passing in exams only. You know the proverb, “Something is better than nothing” and this model indicates such a thing.

Advertisements

আশা করছি যে এই Paragraph লেখার উপরে সংক্ষিপ্ত কৌশলটি তোমাকে অনেকাংশে সাহায্য করবে। তবে মনে রাখবে এই রূপটি শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য বা কমন না পেলে উত্তর করার জন্য। যারা মেধাবী ছাত্র-ছাত্রী তারা কখনোই এই নিয়মটি অনুসরন করবেনা। জানতো যে ”নাই মামার চেয়ে কানা মামা উত্তম” আর সেই ভিত্তিতে এটি গঠন করা হয়েছে। সবশেষে, আশা করছি তুমি তোমার পরীক্ষায় ভালভাবে এই কৌশলটি প্রয়োগ করতে পারবে। ধন্যবাদ!

Advertisements

At last, I expect you will be successful to apply this method correctly. If there is anything else to know, please inform me on Facebook fan page: Artistic English

Advertisements

Share: