Open-Ended questions or close ended questions are short questions based on a comprehension passage in which you need to answer each question following certain rules and based on the given information, facts, or events within the following passage. You must know the rules, structures, and processes of answering these open-ended questions through understanding the meaning of the passage. This is what we are going to learn today.
Open-Ended questions বা Essay type question হচ্ছে একটি অনুচ্ছেদ এর উপর নির্ভর করে কিছু প্রশ্ন যা সংক্ষিপ্ত আকারে সঠিক উত্তর দিতে হবে যে অনুচ্ছেদ টি দেওয়া আছে তার অর্থ অনুসারে। এই সংক্ষিপ্ত প্রশ্নের সঠিক উত্তর করার নিয়ম-কানুন এবং প্রক্রিয়াগুলো জানাটা অপরিহার্য। এককথায়, তোমাকে কালের গঠনগত ব্যবহার এবং প্রশ্নবোধক শব্দগুলোর অর্থ জানতে হবে। এখানে আমরা সেটাই শিখবো যে কিভাবে তুমি ধাপে ধাপে এবং কি নিয়ম অনুসরন করে অনুচ্ছেদ হতে এই প্রশ্নগুলোর উত্তর সহজে এবং সঠিকভাবে করতে পারবে।
What are Open-Ended Questions?
Questions based on a comprehension passage and followed by WH-question words (who/what/why) or verbal question words (am/is/are) are generally known as open-ended questions. You need to read the given comprehension passage first and then you have to answer given questions with proper understanding of your reading. This is why, it’s is known as ‘comprehension passage‘
If you are a student of a school or college, you should be already familiar with these questions as passage questions. So, this lesson is going to be another one important segment of our School & College Exam Lessons series.
এই সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর অংশটি জে.এস.সি, এস.এস.সি, এইচ.এস.সি বোর্ড পরীক্ষায় বা যেকোনো ভর্তি পরীক্ষায় এসে থাকে। সুতুরাং, তুমি যদি এইরকম একজন ছাত্র বা ছাত্রী হও তবে তোমাকে এই short question এর উত্তর করার প্রক্রিয়া সুমুহ জানতে হবে পরীক্ষায় ভালো নম্বর পেতে।
However, now we should start our discussion….
যাইহোক, এখন আমাদের আলোচনা শুরু করা যাক…
Types of Open-Ended Questions
Firstly, you should learn the types of short questions you may face. Yes, there are three types of short questions you may face in your exams.
প্রথমত, তোমাকে যে ধরনের short questions বা প্রশ্নগুলোর উত্তর করতে হবে সেগুলো চেনা উচিৎ। হ্যাঁ, তোমার পরীক্ষায় তুমি ৩ ধরনের প্রশ্নের সন্মুখিন হতে পারোঃ
1. WH-Questions – (WH-Questions শব্দে গঠিত প্রশ্ন)
(who/ what/ which/ whom/ why/ when/ where/ how)
2. Verbal Questions – (Verbal শব্দ দিয়ে গঠিত প্রশ্ন)
(am/ is/ are/ was/ were/ shall/ will/ have/ has/ had/ do/ does/ did/ can/ could/ should/ may)
3. Contextual Questions – (বিষয় ভিত্তিক প্রশ্ন)
(Your personal comments, thoughts, observations, ideas on the passage)
Structure of Open-Ended Questions
Secondly, you must know the structure of an interrogative sentence or question which is:
দ্বিতীয়ত, তোমাকে জানতে হবে প্রশ্ন-বোধক বাক্যের গঠন কেমন হয়।
Structure:
WH-Question+ Auxiliary verb+ Subject+ Main verb+ Object+ Extra+ ?
Or,
Auxiliary verb+ Subject+ Main verb+ Object+ Extra+ ?
Examples:
Why | does | the boy | help | this person? |
WH-Question | Auxiliary verb | Subject | Main verb | Object |
Does | he | like | music | in the afternoon? |
Auxiliary verb | Subject | Main verb | Object | extra |
3 Steps for Open-Ended Questions
Now, I will tell you the steps through which you will answer a short question. There are 3 steps you should follow one by one during your answering. Here are those:
এখন, আমি তোমাকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করার ধাপগুলো বলব। প্রশ্নের উত্তর করার জন্য তোমাকে ৩ টি ধাপ অনুসরন করতে হবে। এখানে নিম্নে সেগুলো আলোচনা করা হলঃ
STEP: 01 Meaning of Question Words
ধাপঃ ০১ (প্রশ্নবোধক শব্দগুলোর অর্থ জানা)
At first, notice the question word in the sentence and try to understand what it is searching for. For this, learn the different meanings of different WH-Question words.
প্রথমে, লক্ষ্য করো প্রশ্নে কি question word ব্যবহার করা হয়েছে এবং তা দিয়ে কি খোঁজা হচ্ছে উত্তর হিসেবে। এইজন্য তোমাকে বিভিন্ন question word এর বিভিন্ন অর্থ জানতে হবে।
- Who – (indicates a person as subject) (কে?-ব্যক্তিকে বোঝায় কর্তা হিসেবে)
- What – (indicates a thing or object) (কি?-বস্তু বা বিষয় কে বোঝায়)
- Which – (indicates a person or thing but particularly) (কোনটি?-নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তুকে বোঝায়)
- Whom – (indicates a person in as object) (কাকে?-ব্যক্তিকে বোঝায় পরোক্ষ ভাবে)
- When – (indicates the time of an action) (কখন?-যে কোন সময় কে নির্দেশ করে)
- Where – (indicates the place of an action) (কোথায়?-যে কোন স্থানকে বোঝায়)
- Why – (indicates the cause or purpose of an action) (কেন?-কোন কিছুর কারন বোঝায়)
- How – (indicates the process, type, condition of someone or something) (কিভাবে/কতখানি?-কোন কাজের বা কিছুর ধরন,প্রক্রিয়া বা পরিমান বোঝায়)
Example:
Question: Who is Fahim’s elder brother?
(Who- indicates a person) (কে?-ব্যক্তিকে বোঝায় কর্তা হিসেবে)
Answer: Rakib is Fahim’s elder brother.
Question: Why is the boy waiting here?
(Why-indicates the reason or purpose) (কেন?-কোন কিছুর কারন বোঝায়)
Answer: The boy is waiting here for taking a book.
STEP: 02 Finding Out The Required Elements
ধাপঃ ০২ (প্রয়োজনীয় উপাদান খুঁজে বের করা)
Now, you will mark the elements of your question sentence. And in this case, you will miss one element in the whole structure. It may be subject, object, or extra. You have to bring that element from the information of passage and put it in the answer. If you are not clear about different elements of a sentence, i would suggest you to read this lesson Analysis of Sentences first. It will help you to understand this lesson better.
এখন, তুমি প্রশ্নবোধক বাক্যের সকল উপাদানগুলো চিহ্নিত করবে। এবং এই ক্ষেত্রে, তুমি যে কোন একটি উপাদান খুঁজে পাবেনা বাক্যের মাঝে। এটি subject, object বা extra হতে পারে। তোমাকে সেই উপাদানটি অনুচ্ছেদের (Passage) মাঝ হতে খুঁজে বের করে নিয়ে আসতে হবে এবং উত্তরে বসাতে হবে।
Notice the questions below:
নিচের প্রশ্নগুলো লক্ষ্য করোঃ
Question: When did he tell the story?
Answer: He told the story…………….
(extra is missing) (‘অতিরিক্ত’ উপাদান নেই)
Question: Who is the present chairman of the company?
Answer: ……… is the present chairman of the company.
(subject is missing) (‘কর্তা’ উপাদান নেই)
In 1st sentence, Note that here ‘when’ is a question word, ‘did’ is an auxiliary verb, ‘he’ is a subject, ‘tell’ is a main verb, and ‘the story’ is an object. So, here the part ‘extra’ is missing and you have to find out that word from the passage and put it at the last of the answer.
১ম বাক্যে লক্ষ্য করো যে সকল উপাদান ‘when’-question word, ‘did’-auxiliary verb, ‘he’-subject, ‘tell’-main verb, ‘the story’-object রয়েছে। সুতুরাং, এখানে এই ‘extra’ উপাদানটি নেই। তোমাকে এই ‘extra’ উপাদানটি খুঁজে বের করতে হবে অনুচ্ছেদ (Passage) হতে এবং তা উত্তরের বাক্যে শেষে বসাতে হবে।
In 2nd sentence, Note that here ‘who; is a question word, ‘is’ is an auxiliary verb, ‘the present chairman’ is an object or complement and ‘of the company’ is an extra word. So, here the element ‘subject’ is missing and you have to find out the answer word from the passage and put it at the beginning of the answer.
এবার দ্বিতীয় বাক্যে লক্ষ্য করো যে সকল উপাদান ‘who’-question word, ‘is’-auxiliary verb, ‘the present chairman’-object or complement, ‘of the company’-extra word রয়েছে। সুতুরাং, এখানে ‘subject’ উপাদানটি নেই। তোমাকে এই ‘subject’ উপাদানটি খুঁজে বের করতে হবে অনুচ্ছেদ (Passage) হতে এবং তা উত্তরের বাক্যে শুরুতে বসাতে হবে।
Here is a short-cut way of understanding the missing option:
এখানে প্রয়োজনীয় উপাদান খুঁজে বের করার একটি সহজ কৌশল দেওয়া হলঃ
(Who/what/which) – indicates subject and its answer will place at the beginning.
এটি ‘subject’ কে নির্দেশ করে এবং এর উত্তর বাক্যের শুরুতে বসাতে হয়।
(Whom/when/where/why/how) – indicates object or extra and its answer will place at last of the sentence.
এটি ‘object’ বা ‘extra’ কে নির্দেশ করে এবং এর উত্তর বাক্যের শেষে বসাতে হয়।
So, among the 3 elements such as subject, object, or extra, one element will be missing. You have to find out that element according to the direction of WH-Question and place that in right position.
সুতুরাং, এই ৩ টি উপাদান ‘subject, object,’ এবং ‘extra’ এর মধ্যে যেকোনো একটি উপাদান প্রশ্নে থাকবেনা। তোমাকে ওই উপাদানটি ‘WH-Question’ এর নির্দেশনা অনুযায়ী খুঁজে বের করতে হবে এবং সঠিক স্থানে বসাতে হবে।
The structure of your answer will be: Subject+ verbs (auxiliary verb+ main verb)+ object+ extra.
So, if the object or extra is missing, you will start your answer from the question by putting the subject, verb and finally you will place the missing word. But, if the subject is missing, you will put the answer word at first and after that you will place the verb, object, and extra from the question.
সুতুরাং, যদি ‘object’ বা ‘extra’ না থাকে তবে তুমি তোমার উত্তর লেখার কাজটা প্রশ্ন হতে শুরু করতে হবে যেমন subject এবং verb বসাতে হবে এবং সবশেষে খুঁজে বের করা প্রশ্নের উত্তর ‘object’ বা ‘extra’ টা বসাতে হবে। আর যদি ‘subject’ বা কর্তা না থাকে তবে প্রথমে তোমাকে খুঁজে বের করা প্রশ্নের উত্তর ‘subject’ টা বসাতে হবে তারপর তুমি প্রশ্ন হতে ‘verb, object’ বা ‘extra’ বসাতে হবে।
So, I think the 70% answer of your question is present in question itself. You have to just find out a small part and put that at right place.
সুতুরাং, আমি মনে করি তুমি তোমার প্রশ্নের উত্তর ৭০% সেই প্রশ্নের মধ্যে খুঁজে পাবে। শুধুমাত্র, একটু ছোট অংশের জন্য অনুচ্ছেদ (Passage) হতে উত্তর খুঁজে বের করে সঠিক স্থানে বসাতে হবে।
STEP: 03 Tense Marking of The Question
ধাপঃ ০৩ (প্রশ্নের কাল নির্ধারণ করা)
You have to mark in which tense the question is formed. You have to answer in similar tense according to the tense of question. In same topic, the tense of that sentence in passage may be same or different. But do not follow the tense of passage.
Just follow the tense of the answer in which the question is. If you haven’t yet studied tense properly, please check out this lesson on Tenses in English. We have also a lesson on the rules of right forms of verbs which can give you more clear idea about agreement between subject and verb.
তোমাকে দেখতে হবে প্রশ্নটি কোন কাল বা Tense এ আছে। প্রশ্ন যে Tense এ আছে উত্তর সেই Tense এ হতে হবে। ওই একই বিষয়ের উপর অনুচ্ছেদ (Passage) এ যদি ভিন্ন কাল বা Tense এ থেকে থাকে বাক্যটি তবুও তুমি প্রশ্ন যেই Tense এ দেওয়া আছে উত্তর সেই Tense এ করবে।
There is a short guideline for you in case of tense:
এখানে তোমার জন্য Tense অনুসরনের একটি ছোট নির্দেশনা দেওয়া হলঃ
Type of Tense | Sign in Question | Changes in Answer |
Present Indefinite Tense | do/does | (do=same form of main verb) (does= main verb+ s/es) |
Past Indefinite Tense | did | Past form of main verb |
All Other Tenses | Am/is/are/was/were/have/has/had/can/could/shall/will/should/would/may/might. | (Same auxiliary verb+ Same main verb) |
SO, You have observed that only in Present Indefinite Tense and Past Indefinite Tense, you have to change the form of main verb. But in all other tenses, you need not change the forms of verbs.
তাহলে, তুমি নিশ্চয় লক্ষ্য করেছ যে শুধুমাত্র Present Indefinite Tense এবং Past Indefinite Tense এ Auxiliary verb এর রুপ অনুযায়ী মূল verb এর রুপ পরিবর্তন হয়। কিন্তু অন্যান্য বাকি সব Tense এর ক্ষেত্রে verb এর কোন পরিবর্তন হয়না।
Now observe these examples:
এখন উদাহরণগুলো লক্ষ্য করঃ
Question: When does he play cricket?
Answer: He plays cricket in the afternoon. (does=verb+ s/es)
Question: Where do they wait regularly?
Answer: They wait regularly in the field. (do=base form of verb)
Question: Why did the man leave the party?
Answer: The man left the part because of his illness. (did=past form of verb)
Question: Where is he reading now?
Answer: He is reading now in his room. (is reading= is reading)
Question: When have they visited the place?
Answer: They have visited the place today morning. (have visited=have visited)
Answering Verbal Questions
(ক্রিয়া সূচক প্রশ্নের উত্তর নিয়ম)
The all steps I have described above are also applicable for verbal questions. But there is a different pattern of answering a verbal question. Here, is the structure of answering verbal questions:
এ পর্যন্ত আমি যে ধাপগুলো আলোচনা করলাম তার সবগুলো ক্রিয়া সূচক প্রশ্ন বা verbal questions এর ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু verbal questions এর উত্তর প্রদানের ক্ষেত্রে একটি ভিন্ন গঠন প্রণালী রয়েছে। এখানে নিম্নে সেই গঠনটি উল্লেখ করা হলঃ
Yes/No, subject+ verb+ object+ extra
Note: You have to write ‘Yes’ or ‘No’ at the beginning of the answer according to the information of the passage and next, you have to re-write all the elements again in your answer without changing.
মনে রেখ, এর উত্তর লেখার সময় তোমাকে সর্ব প্রথম ‘Yes’ বা ‘No’ শব্দটি লিখতে হবে অনুচ্ছেদের (Passage) দেওয়া তথ্য অনুযায়ী। তারপর তুমি প্রশ্নে যে উপাদানগুলো রয়েছে উত্তরে তা হুবুহু লিখে দিবে। কোন অংশ বাদ পড়বেনা বা পরিবর্তন হবেনা।
নিম্নের উদাহরণ টি দেখঃ
See the example:
Question: Does he like modern music?
Answer: Yes, he likes modern music.
Types of Contextual Questions
(বিষয় ভিত্তিক প্রশ্ন এবং উত্তর)
Except WH-Questions or Verbal questions, there is another one type of question which is known as Contextual Question. Yes, sometimes, you may be asked about your personal point of view, thoughts, observations based on the information of the passage. Here, you have to answer in your own statement. You cannot copy any sentence directly from the passage.
WH-Questions এবং Verbal questions ছাড়াও আরও এক ধরনের প্রশ্ন তুমি তোমার পরীক্ষায় পেতে পারো যা বিষয় ভিত্তিক প্রশ্ন নামে পরিচিত। তোমাকে কখনো কখনো অনুচ্ছেদের (Passage) উপর নির্ভর করে তোমার দৃষ্টিভঙ্গি,চিন্তাধারা সম্পর্কে প্রশ্ন করা হতে পারে। এখানে তোমাকে তোমার নিজের ভাষায় উত্তর করতে হবে। তুমি সরাসরি অনুচ্ছেদ (Passage) হতে কোন বাক্য ব্যবহার করতে পারবেনা।
এখন নিম্নের উদাহরণগুলো লক্ষ্য করো এবং এই বাক্যাংশ গুলো মুখুস্ত করে নাও।
Now follow the examples and memorize these phrases:
Question: What is the purpose of the passage?
Answer: The purpose of the passage is to………….
Question: According to you what should be the appropriate title of the passage?
Answer: According to me, the suitable title of the passage should be…… “ …”
Question: Mention the view of the writer of the passage?
Answer: The view of the writer of the passage is……………
Question: What do you think about the passage?
Answer: I think about the passage is that……………………
Question: What does the phrase “………..” mean in this passage?
Answer: The phrase “………..” means in this passage is………
One more variation!
(আরও একটি ভিন্নতা!)
We have discussed all the steps of answering short questions. Now, there is one more variation I want to add here. It is about the answering the question word ‘why’. Now, see the answering process of the question word ‘why’.
আমরা এর উত্তর দেবার সকল ধাপগুলো আলোচনা করেছি। এখন আর একটি মত্র ভিন্ন বিষয় রয়েছে যা তোমার জেনে রাখাটা ভালো। এটা হচ্ছে প্রশ্নবোধক ‘why’ শব্দের উত্তর দেবার নিয়ম বা গঠন। এখন লক্ষ্য করো প্রশ্ন ‘why’ দিয়ে শুরু হলে কিভাবে তার উত্তর বিভিন্ন রূপে লেখা যায়। তুমি ৫ রূপে এর উত্তর লিখতে পারো।
You can answer of the question word ‘why’ in 5 patterns:
Question: Why is the boy visiting Dhaka?
Answer:
The Pattern Types are given below:
WHY | Answering Pattern Types | Answer of ‘WHY?’ |
for+ (verb+ ing) | for earning money. | |
to (verb+ base form of verb) | to earn money. | |
The boy is visiting Dhaka | because of+ (verb+ ing) | because of earning money |
so that (subject+ want to+ base form of verb + object) | so that he wants to earn money. | |
because (subject+ want to+ base form of verb + object) | because he wants to earn money. |
Conclusion on Open-Ended questions
এখন আশা করছি যে এর উত্তর প্রদানে তোমার আর কোন সমস্যা হবেনা। শুধুমাত্র এই ধাপগুলো এবং নিয়মগুলো ভালো করে পড় এবং তুমি নিশ্চিত ভাবে তোমার পরীক্ষায় ভালো করবে। আর যদি কোন প্রশ্ন থাকে তবে আমাকে জানিও। ধন্যবাদ!
Now, i hope you can easily answer the open-ended questions following the rules and structures you have learnt above. Learn and test your performance by going through a few comprehension passages. The more you will practice, the more you will learn. If you can answer the questions properly, my efforts will be justified. Please comment below on the rules of open-ended questions and let us know your thoughts. Share this lesson with your friends and family who need this lesson.