Magic Rules of Tag Questions in English Grammar

Featured image for “Magic Rules of Tag Questions in English Grammar”

Let’s learn Tag questions today. A word or phrase which is added to a statement as a form of short question in order to put emphasis on the action of the sentence is considered as tag question. Generally, a pronoun word and an auxiliary verb are included in the structure of a tag question.

Advertisements

Tag question is a common item in different academic exams such as J.S.C, S.S.C, H.S.C, University Admission including various job exams. So, undoubtedly, this is an essential part of English grammar and one of the most common question items in academic tests.

একটি শব্দ,বা বাক্যাংশ যা একটি বাক্যের শেষে প্রশ্নের রূপে ব্যবহৃত হয় সেই বাক্যটিকে অধিক গুরুত্ব প্রদানের জন্য তাকে Tag Question বলে। সাধারনত, Tag Question এর গঠনে একটি auxiliary verb এবং pronoun শব্দ থাকে। Tag Question হচ্ছে একটি সাধারণ প্রশ্ন বিভিন্ন প্রাতিষ্ঠানিক পরীক্ষায় যেমন জে.এস.সি, এস.এস.সি, এইচ.এস.সি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা বিভিন্ন চাকুরীর পরীক্ষা। সুতুরাং, নিঃসন্দেহে এটি একটি অপরিহার্য অংশ ইংরেজি ব্যকারনের।

Now, I would like to discuss the structure and basic facts of tag questions in this lesson. If you want to be successful in answering to the question item on tag question, you must study this lesson attentively from top to bottom.

এখন আমি এই অধ্যায়ে Tag Question এর গঠন এবং basic facts এর উপরে আলোচনা করব। যদি তুমি সফল ভাবে Tag Question এর উত্তর করতে চাও তবে তোমাকে এই অনুশীলনটি প্রথম হতে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে।

I want to tell you that if you want to put the right forms of auxiliary verbs, you have to know the categorized auxiliary verbs of all tenses in English. And for this, you should have complete knowledge on Tense and its Classifications.

Advertisements

আরও একটি বিষয়, যদি তুমি Tag Question এর সঠিক রূপটি ব্যবহার করতে চাও তবে তোমাকে ইংরেজি tenses এর প্রতিটি শ্রেণীবিভাগ সম্পর্কে জানতে হবে। আর এজন্য তোমার Tense and its Classifications এর উপর পরিপূর্ণ জ্ঞান থাকা চায়।

However, let’s start our discussion and at first look at the sentences and the tag question below in order to have the basic idea of the structure of a tag question.

যাইহোক, এখন আমাদের আলোচনা শুরু করা যাক। নিম্নে
উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো লক্ষ্য করো এবং Tag Question এর রূপটি কেমন হয় তা বোঝার চেষ্টা করো।

Examples of Tag Questions:

He goes to school everyday, doesn`t he?
They are playing cards at this moment, aren’t they?
The girl has not published her recent poem, has she?

What you have got from these sentences?
এই বাক্যগুলো হতে তুমি কি বুঝলে?

Yes, there is an auxiliary verb in each tag question according to the tense of the sentence before it and after that there is the pronoun form of each subject. But, one confused fact that there is both the negative form and affirmative form in tag question. So, of course there are some certain rules of using the negative and affirmative structure in tag question.

হ্যাঁ, প্রতিটি tag question এ এর পূর্বের বাক্যের অনুযায়ী একটি auxiliary verb রয়েছে এবং তারপরে প্রতিটি subject এর pronoun রুপ দেওয়া হয়েছে। কিন্তু একটি বিষয় তোমাকে দ্বিধা গ্রস্ত করতে পারে আর তা হল auxiliary verb এর হাঁ-বোধক এবং না-বোধক রূপের ব্যবহার। সুতুরাং, অবশ্যয় এই হাঁ-বোধক এবং না-বোধক রূপের ব্যবহার এর নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে।

There are the two different structures of tag questions:
Tag Question এর গঠন ২ টি ভিন্ন রূপে হতে পারেঃ

Rules of Tag Questions

Structure-1: Sentence (affirmative),+ negative form of auxiliary verb+ pronoun?

Example:
The person likes to wait here daily, doesn’t he?
They went there late last night, didn’t they?

Structure-2: Sentence (negative),+ affirmative form of auxiliary verb+ pronoun?

Example:
The person does not like to wait here daily, does he?
They did not go there late last night, did they?

Explanation of the Theory:

Advertisements

The sentence which is in affirmative form, the structure of tag will be in negative but the sentence which is in negative form, the structure of tag will be in affirmative. After that, you must put the pronoun form of the subject of the sentence. The form of subject may be a noun or pronoun. If it is pronoun, there will be no change.

Advertisements

But if the form of subject is a noun, you have to change the form into pronoun. Finally, always remember that if you add ‘not’ with an auxiliary verb in tag, you have to use the short form of it such as (does not=doesn’t)/(do not=don’t)/ (cannot=can’t)/(is not-isn’t)/(are not=aren’t)/(have not=haven’t).

সূত্রের ব্যাখাঃ যে বাক্যটি হাঁ-বোধকে আছে তার tag হবে না-বোধকে এবং যে বাক্যটি না-বোধকে আছে তার tag হবে হাঁ-বোধকে। এরপর তোমাকে subject এর pronoun রুপ টি বসাতে হবে । বাক্যে subject এর রুপ noun বা pronoun হতে পারে। যদি pronoun হয় তবে যেমন আছে তেমনি থাকবে কিন্তু যদি noun হয় তবে তাকে pronoun এ পরিবর্তন করে বসাতে হবে। পরিশেষে, সবসময় মনে রাখবে যে যদি তুমি tag এ auxiliary verb এর সাথে ‘not’ বসাতে চাও তবে তা সংক্ষিপ্ত রূপে বসাতে হবে।

যেমনঃ does not=doesn’t)/(do not=don’t)/ (cannot=can’t)/(is not-isn’t)/(are not=aren’t)/(have not=haven’t).

So, you should remember that you must follow the certain steps:
সুতুরাং, তোমাকে যে ধাপগুলো মনে রাখতে হবে তা হলঃ

  • In which form the sentence is? (Affirmative or Negative)
    বাক্যটি কোন রূপে আছে? (হাঁ-বোধক অথবা না-বোধক)
  • What is the auxiliary verb of the tense of the given sentence? (12 kinds of tenses)
    বাক্যটি কোন tense এ দেওয়া আছে এবং তার auxiliary verb কি? (১২ প্রকার কাল)
  • What is the form of the subject? (Noun or Pronoun)
    subject এর রুপ কি? (Noun না Pronoun)

After understanding these points, you will be successful to form a tag question after a sentence.

So, finally, we get the structure of a tag question:
এই বিষয়গুলো বোঝার পর আমরা সবশেষে Tag Question এর যে গঠনটি পাইঃ

Sentence+ (auxiliary verb according to the tense+ the pronoun form of the subject)+?

I think, now you need the chart of auxiliary verbs of all tenses. Here it is:
আমার মনে হয় তোমার auxiliary verbs এর উপর একটি তালিকা প্রয়োজন। নিম্নে তা দেওয়া হলঃ

Name of Tenses

Present form Past form

Future form

Advertisements

Indefinite

do/does did

shall/will

Continues

am/is/are was/were

shall be/will be

Perfect

have/has had

shall have/will have

Perfect Continues

have/has (been) had (been)

shall Have(been)

There is also a shortcut way of using auxiliary verbs. You want to learn that?
Auxiliary verbs ব্যবহারের একটি সহজ নিয়মও রয়েছে। তুমি কি সেটা শিখতে চাও?

Point-1: If the form of verb is principal such as go, see, want, think, like, tell, etc, you will use the auxiliary verb ‘do/does/did’ in tag question.

Advertisements

যদি verb এর রুপ go, see, want, think, like, tell, etc এই রকম হয় তবে auxiliary verb হিসেবে do/does/did বসবে।

Point-2: But if there is an auxiliary or modal verb such as am/is/are/was/were/have/has/had/can/could/ may/shall/
should/will/must/ought/dare/need, you need not bring any new verb. Just use the similar verb in tag question.

কিন্তু যদি verb এর রুপ am/is/are/was/were/have/has/had/can/could/may/shall/should/will/must/ought/dare/need এই রকম হয় তবে auxiliary verb হিসেবে সেই একই verb বসবে।

Is it not easy to remember!
এটা মনে রাখা অনেক সহজ না !

Now, it is the form of subject in tag question. Yes, if it is a pronoun, you need not change it. But if it is a noun word, you must transform it into pronoun. You may follow these instructions:

এখন tag question এর subject এর রূপটি কি হবে তা লক্ষ্য করো। যদি এটি pronoun হয় তবে তা পরিবর্তনের কোন প্রয়োজন নেই কিন্তু যদি এটি noun হয় তবে তাকে উপযুক্ত pronoun এ পরিবর্তন করে বসাতে হবে। তুমি নিচের নির্দেশনা অনুসরন করতে পারঃ

  • If the noun indicates a male, use the pronoun ‘he’ in tag question. (ছেলে বোঝালে)
  • If the noun indicates a female, use the pronoun ‘she’ in tag question. (মেয়ে বোঝালে)
  • If the noun indicates a thing, use the pronoun ‘it’ in tag question. (বস্তু বোঝালে)
  • If the noun indicates many persons, use the pronoun ‘they’ in tag question. (একসাথে অনেকজন বোঝালে)

এই হচ্ছে Tag Questions এর উপর প্রাথমিক আলোচনা। Tag Questions এর উপর পরবর্তী অধ্যায়ে আমি ১০ টি কৌশল নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি পড়া শেষ হলে এখন 10 Rules of Tag Questions অধ্যায়টি তোমাকে পড়তে হবে পূর্ণ সফলতার জন্য। তারপর তুমি সফল ভাবে প্রতিটি এর উত্তর করতে পারবে সেই নিশ্চয়তা আমি দিতে পারি। কিন্তু আজ আর নয়। আশা করি সময় ভালো কাটবে। ধন্যবাদ!

This is all about the basic facts of tag questions. You can also have this test Question Tags Worksheet. In next lesson 10 Rules of Tag Questions, I will tell you on 10 variations in tag questions. But no more today. Have a nice time.

Advertisements

Share: