Usages of Correct Words or Phrases (Eating Out)

Featured image for “Usages of Correct Words or Phrases (Eating Out)”

There are some standard forms of using some particular words or phrases in English language depending on the situation and places in daily life. We should know the correct usages of those words and phrases according to the context. Usages of Correct English Words or Phrases is a vocabulary based lesson to indicate the proper usages of the words related to the situation: ‘Eating out’

Advertisements

ইংরেজি ভাষাতে পরিবেশ এবং স্থান ভেদে নির্দিষ্ট কিছু শব্দ বা শব্দাংশ ব্যবহারের রূপ এবং নিয়ম কানুন রয়েছে। আমাদের সেই শব্দগুলো ব্যবহারের রূপ এবং নিয়ম কানুন জেনে রাখা উচিৎ বিভিন্ন ক্ষেত্র অনুযায়ী। এই যে Usages of Correct Words or Phrases (Eating Out) অধ্যায় ইংরেজি শব্দের সঠিক রূপ এবং ব্যবহার প্রকাশ করা হয়েছে ইংরেজির খাঁটি ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে।

Here, in this lesson today, I would like to discuss over the context of eating foods outsides and the appropriate words and phrases which should be used following the situation. i have discussed all the usages through proper explanation and examples in this lesson. So, try to learn these correct usages and apply these in your practical life when you go outside to take foods or drinks.

এখানে, এই অধ্যায়ে আমি আলোচনা করতে যাচ্ছি বাইরের খাবার খেতে যাওয়ার স্থানে যে শব্দগুলো ব্যবহার করতে হয় তার উপরে। আমি প্রতিটি শব্দের ব্যবহার ব্যাখ্যা এবং উদাহরণ সহ আলোচনা করেছি এই অধ্যায়টিতে। সুতুরাং, চেষ্টা করো এই শব্দগুলোর সঠিক ব্যবহার শিখতে এবং এগুলো কাজে লাগাও তোমার প্রতিদিনের জীবনের অংশে যখন তুমি বাড়ীর বাইরে কোথাও কিছু খেতে যাও।

Various Usages based on ‘Eating Out’

Usage-01: There are many places outside of home where several meals or foods are served to the people. accroding to the types of foods, we call them as ‘Restaurant /Café/Bar/Pub’.
The place where we take our complete meal is called a ‘Restaurant’.
The place where we take any kind of drinks such as coffee or tea is called a ‘Café’.
The place where we take wine or alcohol is called a ‘Bar’ or a ‘Pub’.

অনেক স্থান রয়েছে যেখানে খাবার বা পানীয় পরিবেশন করা হয়। তবে ধরন ভেদে সেই স্থানগুলোকে আমরা ‘Restaurant /Café/Bar/Pub’ নামকরন করে থাকি।
আমরা যে স্থানে অনেক সময় ধরে অবস্থান করি এবং পুরনাঙ্গ খাবার খেয়ে থাকি তা হল ‘Restaurant’
আমরা যে স্থানে অল্প সময়ের জন্য যায় যেকোনো পানীয় কিছু যেমন কফি, চা পান করতে তা হল ‘Café’
আমরা যে স্থানে মদ বা অ্যালকোহল পান করতে যায় তাকে ‘Bar’ বা ‘Pub’ বলা হয়।

Advertisements

Example:
We took our lunch in a restaurant.
He has gone to a café to have a cup of tea.
Your friends go to a bar regularly.

Usage-02: When we want to reserve a fixed place or table for sometimes, we use the word ‘book’ and ‘reserve’.
যখন আমরা একটা রেস্তরায় একটি নির্দিষ্ট স্থান বা টেবিল ভাড়া নিতে চায় কিছু সময়ের জন্য আমরা ‘book’ বা ‘reserve’ শব্দটি ব্যবহার করি।
Example:
Hello, do you have a table free?
I would like to book/reserve this table for two hours at 9.00 p.m.

Usage-03: In a Restaurant, we want to see the list of foods which is known as ‘menu’.
আমরা একটা রেস্তরায় খাবারের যে তালিকা দেখতে চাই তাকে ‘menu’ বলে।

Example:
Please give me a menu now.
Could we see the menu, please?

Usage-04: In order to select a food item from the menu and to ask for that, we use the words ‘choose’ and ‘order’.
আমরা খাবার পছন্দ করতে ‘choose’ এবং নির্দেশ দিতে ‘order’ শব্দ ব্যবহার করি।

Example:
We are not ready to order yet. Could you give us a few more minutes, please?
We would like to order now.
Have you chosen?
Are you ready to order?

Usage-05: The persons who serve the foods according to the order are called as ‘Waiters’(male), and ‘waitresses’(female).
খাবার পরিবেশন করে যারা তাদেরকে ‘Waiters’ (ছেলে) আর ‘waitresses’ (মেয়ে) বলে থাকি।

Example:
Who is the waiter here?

Usage-06: When we want to order the food, we can use the phrases ‘could I have….. /Is this dish suitable…’.
আমরা খাবারের নির্দেশ দেওয়ার সময় ‘could I have….. /Is this dish suitable…’  শব্দাংশটি ব্যবহার করে থাকি।

Example:
Could I have this fried chicken?
Is this dish suitable for vegetarians?

Usage-07: If there is any fault in the ordered foods, we can use the expressions ‘Excuse me, I didn’t order …./Why don’t you send it back?’ for returning that food.
যদি নিয়ে আসা কোন খাবারে কোন সমস্যা থাকে তাহলে আমরা সেটি ফেরত নেবার জন্য ‘Excuse me, I didn’t order …./Why don’t you send it back?’ শব্দাংশটি ব্যবহার করি।

Example:
I ordered for a chocolate ice-cream but it is different. Why don’t you send it back?
Excuse me, I didn’t order this.

Usage-08: When we want to see the bill or pay the bill, we use the words “ask for the bill, pay the bill” for this.
খাবারের মূল্য পরিশোধ করার জন্য আমরা “ask for the bill, pay the bill” শব্দগুলো ব্যবহার করি।
Example:
Could we have the bill, please?
May I ask for the bill now?
I want to pay the bill by credit card.

Usage-09: Except these words, there are some different words which are used such as:

Advertisements
  • Drinks menu= the menu which is consists of the drinking items.
  • Cutlery= the spoon or knife which is used to eat foods.
  • Napkin= the cloth or folded paper which is used to clean mouth or hand during eating foods.
  • Vegetarian option= the menu in which there is no beef or fish but only vegetables.
  • Starter= the starting soft foods.
  • Main course= the main part of ordered dishes.
  • Side dish= the extra food which is taken with main foods.
  • Dessert= the foods or drinks which are taken after the main meal such as ice-cream or cake.
  • Tip= the extra cash out of bill which is given to a waiter for his good service as reward.

এছাড়াও কিছু শব্দ রয়েছে যেগুলো আমরা বিভিন্ন বিষয় বোঝাতে ব্যবহার করে থাকি। নিম্নে সেগুলো দেওয়া হলঃ

Advertisements
  • পানীয় জাতীও খাবারের তালিকা কে Drinks menu বলা হয়।
  • খাবার খাওয়ার জন্য চামচ বা ছুরিকে Cutlery বলা হয়।
  • খাবার খাওয়ার সময় মুখ বা হাত মোছার জন্য যে কাপড় বা ভাঁজ করা কাগজ ব্যবহার করা হয় তাকে Napkin বলা হয়।
  • যে খাবারে কোন মাংস বা মাছ থাকেনা, শুধু শাঁক সবজি থাকে তাকে Vegetarian option বলা হয়।
  • মূল খাবারের শুরুতে যে খাবার দিয়ে শুরু করা হয় তাকে Starter বলা হয়।
  • খাবারের মূল অংশকে Main course বলা হয়।
  • মূল খাবারের বাইরে অতিরিক্ত যে খাবার নেওয়া হয় তাকে Side dish বলা হয়।
  • খাবার শেষে যেকোনো হালকা খাবার যেমন আইসক্রিম বা কেক নেওয়া হলে তাকে Dessert বলা হয়।
  • খাবার যে পরিবেশন করে তাকে বিলের বাইরে বকশিস হিসেবে কিছু দিলে তাকে Tip বলা হয়।

Example:
Could I have the drink menu?
Could I have another one spoon/ knife(Cutlery)?
Could I have a napkin, please?
Everything was great! This is as your tip.

এই শব্দগুলো ছাড়াও ইংরেজি ভাষাতে আরও অনেক শব্দ রয়েছে যেগুলো অর্থের মিলের উপর ভিত্তি করে ব্যবহার করা যায়। তবে মনে রাখবে যদি তুমি ইংরেজির সঠিক এবং সমৃদ্ধ রূপটি ব্যবহার করতে চাও, তবে তোমাকে অবশ্যয় এই শব্দগুলো ব্যবহার করতে হবে নির্দিষ্ট স্থানে। কারন এই নিয়মগুলো পৃথিবীর ইংরেজি ভাষা জগতের দুই কেন্দ্রবিন্দু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় দ্বারা স্বীকৃত। তাহলে আশা করছি যে এই Usages of Correct Words or Phrases (Eating Out) অধ্যায়টি তোমার ইংরেজি ভাষা ব্যবহারের গুনগত মান বৃদ্ধি করতে সাহায্য করবে। ধন্যবাদ।

Except these words, there are also many words in English language which are similar to these words in meaning and can be used in this situation. But, you must remember that if you want ensure the correct, authentic, and enriched usages of your English language, you must follow these rules.

Because these rules and usages are revised by the universal centers of English language such as Oxford University and Cambridge University. So, I hope this lesson Usages of Correct Words or Phrases (Eating Out) will help you a lot to enrich the standard of your usages of English language.

Advertisements

Share: