Want to learn the process of free-hand writing in English language? Sentence means the combined form of some words which expresses a complete meaning. So, we use sentences to express our daily thoughts or any particular action or event. Here, today, I am going to discuss over the ways of sentence making elaborately.
It is the primary lesson on free-hand writing. There are some certain rules and structures you should follow to make meaningful and grammatically correct sentences.
Sentence বা বাক্য বলতে বোঝায় কিছু শব্দ একসাথে বসে একটি অর্থপূর্ণ ভাব প্রকাশ করা। আমরা বাক্য ব্যবহার করে থাকি আমাদের প্রতিদিনের চিন্তাধারা বা নির্দিষ্ট কোন কাজ বা ঘটনা প্রকাশে। আজকে এখানে আমি আলোচনা করতে যাচ্ছি বাক্য গঠন করার নিয়ম-কানুন। এটি হচ্ছে “free-hand writing” এর উপর ১ম অধ্যায়। কিছু নিয়ম এবং গঠন রয়েছে যা তোমাকে অনুসরন করতে হবে অর্থপূর্ণ এবং ব্যকারন গত ভাবে সঠিক বাক্য গঠন করার জন্য।
You know that we are to make sentences in order to compose Paragraph, Report, Letter, Application, Completing Story, Composition, etc. So, in order to have a good command on writing English, you must emphasize on sentence making. I will discuss the difference between the structures of English and Bengali language firstly. Then, I will show you the easiest process of translating sentences from Bengali to English language.
তুমি জানো যে আমাদেরকে প্রতিনিয়ত বাক্য গঠন করতে হয় বিভিন্ন Paragraph, Report, Letter, Application, Completing Story, বা Composition রচনা করার জন্য। সুতুরাং, ইংরেজি ভাষায় লেখার উপর ভালো দক্ষতা থাকার জন্য, তোমাকে অবশ্যয় বাক্য গঠনের নিয়ম জানার উপর অধিক গুরুত্ব দিতে হবে। আমি প্রথমে আলোচনা করব বাংলা ভাষায় এবং ইংরেজি ভাষায় বাক্য গঠনের পার্থক্য কি এবং কিভাবে বাংলা হতে ইংরেজি ভাষায় বাক্যকে সহজে অনুবাদ করা যায়।
See the sentence given below and its structures both in English and Bengali language.
নিম্নের বাক্যটি ইংরেজি এবং বাংলা ২ ভাষাতে দেখ কিভাবে বিভক্ত করা হয়েছে।
বাংলায় বাক্যঃ
আমি | আম | কিনি | বাজার হতে। |
Subject | Object | Verb | Extra |
Sentence in English:
I | buy | mangoes | from the market |
Subject | Verb | Object | Extra |
বাংলায় গঠন: (Subject + Object + Verb + Extra)
English structure: (Subject + Verb + Object + Extra)
So, we observe that in Bengali language, in a sentence, we place the ‘Subject’ at first. Then, we place the word ‘Object’. Next, we place the word ‘Verb’. Finally, we place the part ‘Extra. But in English language, we place ‘Subject’. Then, we put the word ‘Verb’. After that, we place the word ‘Object’. Finally, we place the part ‘Extra’. So, the difference between the structure of English and Bengali language is placement of verb. One more thing, the part ‘Extra’ can be placed at the beginning or in the ending of a sentence both in English and Bengali language.
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাষায় Sentence এর শুরুতে থাকে subject, তারপর বসে object এবং তারপর verb বসে আর শেষ স্থানে extra বসে। কিন্তু English ভাষায় subject টি শুরুতে বসে তারপর বসে verb এবং তারপর বসে object এবং extra টি সব শেষে বসে থাকে। তবে একটা কথা মনে রাখবে যে এই ‘extra’ অংশটি বাক্যের শুরুতে বা শেষে যে কোন স্থানে বসানো যেতে পারে ইংরেজি এবং বাংলা দুই ভাষার ক্ষেত্রেই।
In English language, you must remember 2 facts during making sentences. One is basic structure and another one is functional structure. Here are the two structures below:
English Language এ বাক্য গঠনের সময় মূলত দুটি বিষয় খেয়াল রাখতে হবে আর তা হল বাক্যের মৌলিক গঠন এবং ‘functional’ গঠন। নিম্নে ২ টি গঠন উল্লেখ করা হলঃ
Basic Structure: (Subject+Verb+Object+ Extra )
Functional Structure:
If you face trouble with these 2 structures, you should read this lesson Analysis of Sentences where you can learn each part elaborately.
যদি তুমি এই ২ টি গঠন প্রণালী বুঝতে সমস্যা বোধ করো তবে তোমার উচিৎ প্রথমে Analysis of Sentences অধ্যায়টি পড়ে নেওয়া।
In English language, each sentence follows these two types of structure basically. Let’s see an example of sentence dividing into two structures.
ইংরেজি ভাষাতে প্রতিটি বাক্য এই দুটি গঠনকে অনুসরন করে চলে।এবার চল একটা বাক্যকে কিভাবে এই দুই রকম ভাগে ভাগ করা যায় তা দেখি।
Example:
John has bought a deep blue shirt from this shop
John | has bought | a deep | blue | shirt | from | this | shop | |
Noun | Verb | Adverb | Adjective | Noun | Preposition | Adjective | Noun | |
Subject | Verb | Object | Extra | |||||
Now, we will follow these 2 structures and make sentences. Here is the 1st drill for you to apply your learning.
এখন আমরা এই ২ টি গঠন মেনে বাক্য গঠন করব। এখানে বাক্য গঠনের ১ম পদ্ধতিটি দেওয়া হলঃ
Drill -01:
The first element of our functional structure is ‘noun’. So, we will learn now the process of making sentences using a ‘noun’ word. You must remember that a ‘noun’ word always is used in a sentence either as a ‘subject’ or as an ‘object’. Look at the sentences below:
আমাদের বাক্যের প্রথম উপাদান হল ‘noun’। সুতুরাং, আমরা এখন শিখব কিভাবে একটি ‘noun’ শব্দ ব্যবহার করে বাক্য গঠন করা যায়। এক্ষেত্রে মনে রাখতে হবে যে noun সবসময় Sentence এর শুরুতে ‘Subject’ হিসেবে বা Sentence এর শেষে ‘Object’ হিসেবে বসে থাকে ।
নিম্নের উদাহরণ গুলো লক্ষ্য করঃ
Example:
Essay is important for our exam. (‘essay/exam’=noun words)
রচনা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। (‘essay/exam’ হল noun শব্দ)
He studies for admission exam. (‘exam’=noun word)
সে ভর্তি পরীক্ষার জন্য পড়াশোনা করে। (‘exam’ হল noun শব্দ)
Now here are some noun words in the chart below for you. You will make sentences with these words. Remember, you will place these words either as a ‘subject’ or as an ‘object’ in a sentence.
এখানে নিম্নের ছকে কিছু ‘noun’ শব্দের তালিকা দেওয়া হল অর্থ সহ তোমার জন্য। তুমি এই ‘noun’ শব্দগুলো দিয়ে এখন বাক্য গঠন করবে নিজে নিজে। তুমি এই ‘noun’ শব্দগুলো হয় বাক্যের শুরুতে বা শেষে বসাবে।
Make sentences with these noun words:
Admission
ভর্তি পরীক্ষা |
Tutor
গৃহ শিক্ষক |
Laboratory
গবেষণাগার |
Attendance
উপস্থিতি |
Training
প্রশিক্ষণ |
Mother tongue
মাতৃভাষা |
Classmate
সহপাঠী |
Thesis
গবেষণামূলক প্রবন্ধ |
Novel
উপন্যাস |
Cane
বেত |
Vernacular
মাতৃভাষা |
Punishment
শাস্তি |
Dictionary
শব্দ অভিধান |
Viva-voce
মৌখিক পরীক্ষা |
Promotion
পদউন্নতি |
Drama
নাটক |
Arts =
কলা অনুষদ |
Prose
গদ্য |
Essay
রচনা |
Astrology
জ্যোতিষী বিদ্যা |
Reward
পুরস্কার |
Globe
পৃথিবী |
Commerce
ব্যবসা বাণিজ্য |
Vacation
ছুটি |
Guardian
অভিভাবক |
Accountability
জবাবদিহিতা |
Stipend
বৃত্তি |
Holiday
ছুটির দিন |
Autocracy
সৈরাত্রন্ত |
Scholarship
মেধা বৃত্তি |
Home task
বাড়ির কাজ |
Allocation
বরাদ্দ |
Text book
পাঠ্যবই |
Inspection
পরিদর্শন |
Administration
প্রশাসন |
Learning
শেখা |
Lesson
অনুশীলনী |
Institution
প্রতিষ্ঠান |
Business
ব্যবসা বাণিজ্য |
আমি আশা করছি যে তুমি তোমার এই বাড়ীর কাজটি প্রস্তুত করবে। যদি তুমি এই কাজটি না করো তবে তুমি ধাপে ধাপে বাক্য গঠনের নিয়ম শিখতে পারবেনা।
যদি তোমার সম্পূর্ণ কৃত বাড়ীর কাজটি পরীক্ষা করে দেখার প্রয়োজন হয় তবে তুমি তোমার কাজটি আমাকে ই-মেইল এর মাধ্যমে পাঠাতে পারো। আমি তোমার কাজটি পরীক্ষা করে যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ!
I hope, you will prepare this home work. If you do not complete this homework, you will not be able to learn the way of sentence making step by step. If you need to examine your completed homework, you can send me your homework via email. I will try my best to examine your task and reply as soon as possible.

Modal Verbs of Possibility | Impossibility | Expectation

Asking Questions about Something in Formal English

Right Forms of Verbs: 10 Rules, Examples & Exercises

5 Audio Lessons for English Listening Practice

Learn 5 Rules of Assertive to Imperative Sentence Transformation

Future Perfect Continuous Tense Formula with Examples

Future Perfect Tense Rules & Usages in English Grammar

Kinds of Sentences in English Grammar with Magical Theory

The Shortcut Method of Personal Application Writing in Board Exams
