5 Rules of Changing Degree (Positive-Comparative-Superlative)

Featured image for “5 Rules of Changing Degree (Positive-Comparative-Superlative)”

Today, we are going to discuss the rules of changing degree: positive to comparative to superlative degree following easier steps and methods of transformation of degree. The comparison of adjective words or adverb words is known as Degree change or Comparison of Degree in English grammar. It is a significant chapter of Transformation of sentences.

Advertisements

According to degree transformation rules, you have to change postive degree into comparative degree or superlative degree changing the adjective or adverb word of the following sentence.

I am going to discuss 5 degree change rules in detail with structures and examples.

What is Degree Change?

Adjective শব্দ বা Adverb শব্দের মাঝে তুলনা করাকে Degree change বা Comparison of Degree বলা হয়ে থাকে ইংরেজি ব্যাকারনে। এটি Transformation of Sentences এর উপরে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে আমাদেরকে একটি বাক্যকে Positive থেকে Comparative বা Superlative এ পরিবর্তন করতে হয় adjective বা adverb শব্দের পরিবর্তনের নিয়ম অনুসরন করে। আমি Changing Degree এর উপরে ৫ টি নিয়ম আলোচনা করতে যাচ্ছি এই অধ্যায়ে।

The question item on Changing degree is familiar in various academic and admission exams such as J.S.C, S.S.C, H.S.C, University Admission, Job exams, and BCS exam. So, a language learner must master this lesson in order to answer all the questions on this item successfully. Here, I will show you the easiest ways of changing degrees.

I hope you will get this lesson different from the traditional methods published in various grammatical and text books. You will certainly not face any trouble in learning changing degrees after reading this lesson. So, let’s start our discussion now.

Advertisements

এই Changing Degree এর উপরে প্রশ্ন বিভিন্ন প্রাতিষ্ঠানিক এবং ভর্তি পরীক্ষা যেমনঃ জে.এস.সি,এস.এস.সি,এইচ.এস.সি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকুরীর পরীক্ষা বা বি.সি.এস পরীক্ষায় একটি পরিচিত প্রশ্নরূপ। সুতুরাং, একজন ভাষা শিক্ষার্থীকে অবশ্যয় এই অধ্যায়টি পড়তে হবে পরীক্ষায় Changing degree এর উপরে আগত প্রশ্নের উত্তর সফলভাবে করতে।

এখানে, আমি তোমাকে Changing degree এর উপরে সবচেয়ে সহজ নিয়ম শেখাবো। আমি আশা করছি যে তোমার কাছে বিভিন্ন প্রকাশিত বইয়ে দেওয়া Changing degree এর উপর নিয়ম-কানুনের চেয়ে এই পদ্ধতিগুলো সহজ মনে হবে। তুমি এই অধ্যায়টি পড়ার পরে Changing degree এর ক্ষেত্রে আর কোন সমস্যায় পড়বেনা। তাহলে শুরু করা যাক আমাদের আলোচনা।

Firstly, I would like to introduce the forms of degrees for your better understanding. There are 3 kinds of degrees in adjectives and adverbs. They are:

প্রথমত, আমি তোমাকে degrees এর রূপগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে চাই যাতে তোমার বুঝতে কোন সমস্যা না থাকে। adjectives এবং adverbs এর ক্ষেত্রে মোট ৩ প্রকার degrees রয়েছেঃ

  • Positive Degree– (no comparison -কোন তুলনা হবেনা)
  • Comparative Degree– (comparison between two persons or objects-দুইজনের বা দুটি বিষয়ের মধ্যে তুলনা হবে)
  • Superlative Degree– (comparison among several persons or objects-অনেক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা হবে)
changing degree

Example:
In this class, this student is intelligent.
Positive Degree- (no comparison)

In this class, this student is more intelligent than Max.
Comparative Degree- (comparison between two persons or objects)

In this class, this student is the most intelligent.
Superlative Degree- (comparison among several persons or objects)

There are so many words of degrees. Here, I have given some of those words to give you an idea of those words. Degrees এর উপরে অনেক শব্দ রয়েছে। এখানে আমি তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিলাম তোমাকে ধারনা দেবার জন্য।

The adjective or adverb word forms of these 3 degrees are:
Adjectives এবং Adverbs শব্দের ৩ টি degrees এর রূপে শব্দের রূপের ভিন্নতাঃ

Positive DegreeComparative DegreeSuperlative Degree
StrongStrongerStrongest
GreatGreaterGreatest
OldOlder/elderOldest/eldest
SmallSmallerSmallest
FewFewerFewest
WeakWeakerWeakest
HotHotterHottest
BigBiggerBiggest
LargeLargerLargest
WiseWiserWisest
EasyEasierEasiest
BeautifulMore beautifulMost beautiful
IntelligentMore IntelligentMost Intelligent
Good/wellBetterBest
Bad/badly/evil/illWorseWorst
Many/muchMoreMost
ForeFormerForemost/first
LittleLessLeast
LateLater/latterLatest/last
FarFartherFarthest
ForeFurtherFurthest
OutOuter/utterOutmost/outermost
UpUpperUppermost

Degree Change Rules

There are some basic rules of degree change which should be remembered during changing the degrees from Positive to Comparative or Superlative . Here are those:

কিছু বিষয় যা তোমাকে মনে রাখতে হবেঃ

Degrees পরিবর্তনের সময় কিছু নির্দিষ্ট বিষয় তোমাকে মনে রাখতে হবে। নিম্নে সেগুলো দেওয়া হলঃ

Rule 01:

  • The sign of Positive Degree is “as…..as/so…..as”.
  • (Positive Degree এর চিহ্ন হল “as…..as/so…..as”)

Rule 02:

  • The sign of Comparative Degree is “than”
  • (Comparative Degree এর চিহ্ন হল “than”)

Rule 03:

  • The sign of Superlative Degree is “the”.
  • (Superlative Degree এর চিহ্ন হল “the”)

Rule 04:

  • The form of adjective or adverb word will be changed following the form of degrees such as: (Positive- Strong)/ (Comparative- Stronger) / (Superlative-Strongest).
  • (Adjective বা Adverb যে শব্দটি দেওয়া আছে তা Degree এর বিভিন্ন রূপ যেমনঃ (Positive- Strong)/ (Comparative- Stronger) / (Superlative-Strongest) অনুযায়ী পরিবর্তন করতে হবে।

Rule 05:

  • During transformation, the original meaning of the sentence should not be changed.
  • (Degree পরিবর্তনের সময় মূল বাক্যের অর্থের কোন পরিবর্তন হওয়া যাবেনা)

Rule 06:

  • During transformation, in order to keep the meaning same, you have to change the position of subject and object.
  • (Degree পরিবর্তনের সময় মূল বাক্যের subject এবং object এর স্থান পরিবর্তন করতে হবে। অর্থাৎ, Positive Degree তে object টিকে Comparative Degree / Superlative Degree তে subject হিসেবে বসাতে হবে)

Now follow these 5 rules of changing degrees from positive to comparative and superlative.

এখন, Degree পরিবর্তনের উপর এই ৫ টি সূত্র অনুসরন করঃ

Advertisements

5 Rules of Changing Degree
Degree পরিবর্তনের ৫ টি সূত্রঃ

NoPositive DegreeComparative DegreeSuperlative Degree
01No other…
There is no….
Nothing…
(in case of Singular)
(একবচন ব্যক্তি বা বস্তু)
than any other…
than anything…
the…
of any…
02Very few…
Few…
(in case of Plural)
(বহুবচন ব্যক্তি বা বস্তু)
than most other…
than all other…
one of the…
of all…
03As….as/so….as
(Affirmative-Negative)
(single sentence)
(হাঁ-বোধক=না-বোধক)
not….than(Not applicable)
(পরিবর্তন হয়না)
04As…as(Affirmative)
As…as  (Negative)
(before a sentence)
(No change of Subject Object)
not less…than 
(Affirmative)
less…than 
(Negative)
(Not applicable)
(পরিবর্তন হয়না)
05As soon as…..No sooner had…than(Not applicable)
(পরিবর্তন হয়না)

এখন নিচে প্রতিটি সূত্রের উদাহারন এবং ব্যাখ্যা দেখ। বাক্যের মধ্যে যে অংশ পরিবর্তন করতে হবে তা মোটা অক্ষরে চিহ্নিত করা আছে। আমি প্রতিটি সূত্রের বিশেষ শর্ত, প্রয়োগের নিয়ম এবং রুপ ব্যাখা করেছি যা তোমাকে সূত্রগুলো পরিষ্কার ভাবে বুঝতে সাহায্য করবে।

Advertisements

Degree Change Examples

Now see the examples and explanations of these rules below. The changing parts of all sentences are in bold form. I have explained all the facts of each rule of changing degree both in English and Bengali language.

এখন নিচে প্রতিটি সূত্রের উদাহারন এবং ব্যাখ্যা দেখ। বাক্যের মধ্যে যে অংশ পরিবর্তন করতে হবে তা মোটা অক্ষরে চিহ্নিত করা আছে। আমি প্রতিটি সূত্রের বিষয়গুলো ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতে উল্লেখ করেছি।

Example 01: No other… than any other

Positive: No other boy in the class is as good as John.
Comparative: John is better than any other boy in the class.
Superlative: John is the best boy in the class.

Explanation:

  • Here, the adjective word ‘good’ is changed into ‘better’ in comparative and ‘best’ in superlative. Besides, the object word ‘John’ in positive has become subject word in comparative and superlative. Finally, you see that the form of verb is singular in this rule.
  • (এখানে adjective শব্দ ‘good’ কে ‘better’ এ পরিবর্তন করা হয়েছে comparative রূপে এবং ‘best’ এ পরিবর্তন করা হয়েছে superlative রূপে। পাশাপাশি, positive রূপের object word-‘John’ কে comparative বা superlative রূপের সময় subject word এ নিয়ে যাওয়া হয়েছে। পরিশেষে, তুমি দেখতে পাবে যে এখানে verb এর রূপটি একবচন।)

Example 02: Very fewthan most other/ than all other

Positive: Very few cities are as developed as New York in the world.
Comparative: New York is more developed than most other/than all other cities in the world.
Superlative: New York is one of the most developed cities in the world.

Explanation:

  • Here, the adjective word ‘developed’ is changed into ‘more developed’ in comparative and ‘most developed’ in superlative. Besides, the object word ‘New York’ in positive has become subject word in comparative and superlative. Finally, you see that the form of verb is plural in this rule.
  • (এখানে adjective শব্দ ‘developed’ কে ‘more developed’ এ পরিবর্তন করা হয়েছে comparative রূপে এবং ‘most developed’ এ পরিবর্তন করা হয়েছে superlative রূপে। পাশাপাশি, positive রূপের object word-‘New York’ কে comparative বা superlative রূপের সময় subject word এ নিয়ে যাওয়া হয়েছে। পরিশেষে, তুমি দেখতে পাবে যে এখানে verb এর রূপটি বহুবচন।)

Example 03: As….as/so….as —–not….than

Positive: The boy is as strong as the girl.
Comparative: The girl is not stronger than the boy.
Positive: You believe him as much as I.
Comparative: I do not believe him more than you.
Positive: Your bag is as fine as mine.
Comparative: My bag is not finer than yours.

Explanation:

  • In this rule, you will get a single word after “as…as”. Here, the adjective word ‘strong’ is changed into ‘stronger’ in comparative. Besides, the object word ‘The girl’ in positive has become subject word in comparative form. Finally, you will make the comparative negative if the positive form is in affirmative. But, if the positive form is in negative, you will make the comparative form affirmative. This is must to keep the meaning same while changing degree.
  • (এই নিয়মে, তুমি “as…as” এর পর একটি মাত্র শব্দ পাবে। এখানে adjective শব্দ ‘strong’ পরিবর্তন হয়ে comparative রূপে ‘stronger’ হবে। পাশাপাশি, positive রূপের object word- ‘The girl’ কে comparative রূপের সময় subject word এ নিয়ে যাওয়া হয়েছে। পরিশেষে, যদি positive রূপটি হাঁ-বোধকে থাকে তবে comparative রূপ না-বোধকে করতে হবে আর না-বোধকে থাকলে হাঁ-বোধকে রূপান্তর করতে হবে। অর্থ ঠিক রাখার জন্য এটা করতে হবে।)

Example 04: As….as —–no less ….than

Positive: The girl is as ugly as you said
Comparative: The girl is no less ugly than you said.
Positive: The student is not as fool as I think.
Comparative: The student is less fool than I think

Advertisements

Explanation:

  • In this rule, you will get a sentence after “as…as”. Here, you need not change the adjective form in comparative and the position of subject and object will also be not changed. You will make the comparative negative if the positive form is in affirmative. But, if the positive form is in negative, you will make the comparative form affirmative. This is must to keep the meaning same during changing degree.
  • (এই নিয়মে, তুমি “as…as” এর পর একটি বাক্য পাবে। এখানে তোমাকে adjective এর কোন পরিবর্তন করতে হবেনা এবং subject বা object স্থানের কোন পরিবর্তন ঘটবেনা। পরিশেষে, যদি positive রূপটি হাঁ-বোধকে থাকে তবে comparative রূপ না-বোধকে করতে হবে আর না-বোধকে থাকলে হাঁ-বোধকে রূপান্তর করতে হবে। অর্থ ঠিক রাখার জন্য এটা করতে হবে।)

Example 05: As soon as….. No sooner had…than

Positive: As soon as the man came, I left the room.
Comparative: No sooner had the man come than I left the room.

Explanation:

  • Here, you will just transform the phrase “as soon as” into “No sooner had” and the part “(,)” comma” into “than” in comparative form. Besides, you need not change the adjective word form in comparative and the position of subject and object will also be not changed.
  • (এখানে তোমাকে শুধু “as soon as” অংশটিকে “No sooner had” এ পরিবর্তন করতে হবে এবং “(,)” কমাটিকে “than” এ পরিবর্তন করতে হবে positive হতে comparative করার সময়। এখানে তোমাকে adjective এর কোন পরিবর্তন করতে হবেনা এবং subject বা object স্থানের কোন পরিবর্তন ঘটবেনা।)

Rules of Degree Change Summary

এই হল degree পরিবর্তনের উপর পরিপূর্ণ ৫ টি নিয়ম উদাহারন এবং ব্যখ্যা সহ। আমি আশা করি যে তুমি এতক্ষণে এই অধ্যায়টি ভালোভাবে বুঝে গেছ। এখন তুমি যেকোনো বাক্যকে positive হতে comparative বা superlative এ পরিবর্তন করতে পারবে। কিন্তু যদি তুমি এই “5 Rules of Changing Degrees” অধ্যায়ের কোন অংশ বুঝতে না পারো তবে অবশ্যয় নিম্নের মন্তব্য শাখায় আমাকে জানাবে। আমি এখানে সবসময় আছি তোমাকে সাহায্য করার জন্য এবং তোমার ভাষা শিক্ষণ নিশ্চিত করতে। ধন্যবাদ।

These are the complete 5 rules on changing degrees with examples and explanations. Note that this lesson is one of the basic parts of essential grammatical lessons. I hope you have better understood this lesson now. You can transform any sentence from positive to comparative or superlative and superlative to comparative and positive.

After finishing this chapter, you can also check out other lessons on transformation of sentences such as: Exclamatory to Assertive, Interrogative to Assertive, Voice Change Rules, Negative to Affirmative, and Assertive to Imperative sentences.

But if you face any trouble in understanding this lesson 5 Rules of Changing Degree, please inform me on comment section below. I am always here to assist you, to ensure your language learning.

Advertisements

Share: